সুনামগঞ্জ

তাহিরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় জরিমানা

নিউজ ডেস্ক- তাহিরপুরে নিবন্ধন ব্যতিত ফার্মেসি পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় দুটি ফার্মেসির স্বত্বাধিকারীকে জড়িমানা করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া বাজারে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নিবন্ধন ব্যতীত ফার্মেসি পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় ২টি ফার্মেসির স্বত্বাধিকারীকে ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী ১১ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একজন দোকানিকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Back to top button