জাতীয়

ঢাকা-সিলেট-শারজাহ রুটে ফ্লাইট শুরু মঙ্গলবার

টাইমস ডেস্কঃ ঢাকা থেকে সিলেট হয়ে সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ রুটে মঙ্গলবার (১ নভেম্বর) সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ফ্লাইট বিজি২৫১ ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে রাত সাড়ে ৯টায়। এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০ শারজাহের উদ্দেশ্যে যাত্রা করবে।

ফ্লাইটটি শারজাহ পৌঁছাবে ২ নভেম্বর বুধবার স্থানীয় সময় রাত ২টায়। ফিরতি ফ্লাইট শারজাহ থেকে বুধবার রাত সাড়ে ৩টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে বুধবার সকাল ১০টায়, এরপর সিলেট থেকে বেলা ১১টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ৪০ মিনিটে।

ঢাকা থেকে সিলেট হয়ে শারজাহ রুটে সপ্তাহে প্রতি মঙ্গলবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

Back to top button