আন্তর্জাতিক

‘কবরে জিন্দাবাস’ ছেড়ে নিজে বাড়িতে সাইফুল্লাহ

নিউজ ডেস্ক- যুক্তরাষ্ট্রের কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সবচেয়ে বেশি বয়স্ক বন্দি সাইফুল্লাহ পরচার। বিনা বিচারে প্রায় ২০ বছর কারাভোগ করতে হয়েছে তাকে।

কারাবাসের ভয়াবহতাকে ‘নিজের কবরে জিন্দাবাসের’ সঙ্গে তুলনা করেছেন তিনি। মুক্তি পেয়ে শনিবার (২৯ অক্টোবর) পাকিস্তানে নিজ বাড়িতে পৌঁছান সাইফুল্লাহ।

২০০৩ সালে পাকিস্তানি নাগরিক সাইফুল্লাহ পরচাকে অপহরণ করে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ডে ব্যবসার কাজে গিয়েছিলেন। সেখান থেকেই গুমের শিকার।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাইফুল্লাহ জনকল্যাণমূলক কাজের জন্যও সুপরিচিত ছিলেন তিনি। তার বিরুদ্ধে তোলা হলো সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ।

থাইল্যান্ড থেকে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম বিমানঘাঁটি। বন্দিদের উপর ভয়াবহ নৃশংসতার জন্য কুখ্যাত। সাইফুল্লাহর উপরও চলে ব্যাপক নির্যাতন।

১৪ মাস পর শিকল পরিয়ে গুয়ান্তানামো কারাগারে। গুয়ান্তানামো জগতকুখ্যাত কারাগার।

নাইন ইলেভেনের পর ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসনের সময় সন্দেহভাজন আল-কায়েদা সদস্যদের আটকে রাখার জন্য তৈরি।

সাতশ’র বেশি বন্দি, যাদের বেশিরভাগ মুসলমান, এই কারাগারে এক দশকের বেশি সময় বিনা বিচারে আটক ছিলেন। কুখ্যাত এই কারাগারে এখনো ৪০ জনকে আটকে রাখা হয়েছে।

গুয়ান্তানামো কারাগারে থাকা সবচেয়ে বয়স্ক বন্দি ছিলেন সাইফুল্লাহ পরচার। কারাগারে থাকা অন্য বন্দিদের মতো তার বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

বিনা বিচারে ২০ বছর আটক থাকার পর শনিবার পাকিস্তানে পরিবারের কাছে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রের জন্য আর হুমকি না, এমন সিদ্ধান্তে পৌঁছানোর পর ওয়াংশিটন তাকে মুক্তি দিয়েছে।

মার্কিন কারাগারে তার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়। দু’বার হার্ট অ্যাটাকের শিকার হন সাইফ। গুয়ান্তানামোকে, নিজের কবরে জিন্দাবাসের সঙ্গে তুলনা করেন তিনি।

৭৫ বছর বয়সী সাইফুল্লাহ জীর্ণশীর্ণ শরীর নিয়ে জীবনের মূল্যবান সময় হারিয়ে পরিবারের কাছে ফিরেছেন, এটা তার জন্য অনেক বড় বিজয়।

আরও পড়ুন: কিয়েভসহ ইউক্রেনজুড়ে আবারো মিসাইল হামলা

কিন্তু তার সঙ্গে যে অবিচার হয়েছে তা কখনোই মার্জনা করা সম্ভব নয়। জোরপূর্বক কারাবাসকে চ্যালেঞ্জ করার সুযোগও ছিলো কম।

আল জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের সময় ৭৮০ জনকে বন্দি করে ওয়াশিংটন। মুক্তি দেয়া হয়েছে ৭৩২ জনকে। এখনো আটক প্রায় ৪০ জন।

Back to top button