খেলাধুলা

‌‘চুরি’ করে হোটেল রুমে ঢুকে ভিডিও ভাইরাল করলেন ভক্ত, ক্ষুব্ধ যা বললেন কোহলি

নিউজ ডেস্ক- অস্ট্রেলিয়ায় বসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ভারতী দল নিজেদের ম্যাচ অনুযায়ী দেশটির এই শহরে ওই শহরে ঘুরছে। ইতোমধ্যে খেলেছে সুপার টুয়েলভের তিনটি ম্যাচ। যেখানে টিম ইন্ডিয়ার জয় দুইটিতে। চার পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে।

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের মধে প্রথম দুটিতেই পেয়েছেন হাফসেঞ্চুরি। ইতোমধ্যে তার রানের সংখ্যা ১৫৬। রানে ফেরা যখন আনন্দে ভাসছেন কোহলি তখনই অপ্রীতিকর ঘটনা তাকে হতাশ করলো। কোনও এক ভক্ত অনুমতি ছাড়া তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করেছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ভারতের সাবেক এই অধিনায়ক। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন।

রুমের মধ্যে কারও অনুপ্রবেশে ক্ষুব্ধ কোহলি। ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি ও উত্তেজিত হয়। তাদের সঙ্গে আলাপ করে রোমাঞ্চিত হয়, আমি সবসময় সেটার তারিফ করি।’

ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সংশয়ে পড়ে গেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। কোহলি যুক্ত করেন, ‘কিন্তু এই ভিডিও ভয়ঙ্কর, আমার গোপনীয়তা নিয়ে আমাকে খুব বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো। আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা রাখতে না পারি তাহলে কোথায় আমি ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? এই ধরনের অন্ধভক্তি এবং গোপনীয়তায় আক্রমণে আমি খুশি নই। দয়া করে কারও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’

Back to top button