জৈন্তাপুরে ভারতীয় নেশা জাতীয় ডিংকসহ আটক ২
নিউজ ডেস্ক- সিলেটের তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুরে বাসে তল্লাসি চালিয়ে ভারতীয় নেশা জাতীয় রেড ব্লু ডিংকসসহ ২ জন কে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটক কৃতরা হল উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু ভেলপাড়া গ্রামের সুন্দর আলীর ছেলে লোকমান হোসেন, হেমু জোয়াইরটুল গ্রামের মৃত আব্দুল্লাহ’র ছেলে শহিদুল্লাহ।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নের কলেজ গেইট সংলগ্ন রাস্তায় থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিলেট গামী বাস তল্লাসি করে গাড়ী থেকে ভারতীয় নেশা জাতীয় ৯ কাটুন রেড ব্লু ড্রিংকসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে আটক কৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
এই বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে, আটক কৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।