জাতীয়

১৫ নভেম্বর থেকে অফিস সময় সকাল ৯টা থেকে ৪ টা

আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি সব অফিস সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত চলবে। বিদ্যুতের সংকটের কারণে গত আগস্ট মাসে সকাল ৮টা থেকে বেলা তিনটা পর্যন্ত অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। সেই নিয়মে আবার পরিবর্তন আনল সরকার।

আজ সোমবার ৩১ অক্টোবর মন্ত্রিপরিষদ বৈঠকে অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস টাইম হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচিতেই অফিস চলবে। বর্তমানে অফিস টাইম হলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট পরিস্থিতি মোকাবেলায় গত ২৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

Back to top button