প্রেমে ব্যর্থ হয়ে সাউথ আফ্রিকায় বাংলাদেশি যুবকের আ ত্ম হ ত্যা
নিউজ ডেস্ক- দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রেমে ব্যর্থ হয়ে এক বাংলাদেশি যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় নিজবাসায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এসহাক বেপারী বাড়ির মো. বাকের হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন (৩৫)।
জানা গেছে, জামালের নিজ গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে বিষয়টি পরিবারকে জানালে পরিবার তা মেনে নেয়নি। এ কারণে অন্যদের অগোচরে জামাল নিজকক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুর রহিম সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিনের নিজ এলাকার একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার বিষয়টি মেনে নেয়নি। এ কারণে জামাল আত্মহত্যা করেছে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, এই খবরটি শুনেছি। ইতোমধ্যে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।