আন্তর্জাতিকবিনোদন

বাংলাদেশের টানে ইংল্যান্ডের তরুণী ব্রিসবেনে

নিউজ ডেস্ক- ভালবাসার টানে যুক্তরাষ্ট্রের তরুণী বাংলাদেশে- এমন শিরোনামের সংবাদ অনেক দিন ধরেই ভাইরাল বাংলাদেশের গণমাধ্যমে। এখানে শুধু দেশের নামটা পাল্টে কখনো মিশর কিংবা ইন্দোনেশিয়া আবার কখনো মালয়েশিয়া হয়ে যায়। ঘটনা সেই একই, ভালবাসার টান! এরপর দেশে ফিরলে ধুমধামে বিয়েও হয়ে যায় তাদের, যা আলাদা করেই উঠে আসে আন্তর্জাল থেকে শুরু করে গণমাধ্যমেও।

রোববার ব্রিসবেনের গ্যাবা স্টেডিয়ামের ফ্যান জোনের পাশে তেমনই এক ‘ভালবাসার টান’ চোখে পড়ল। বাংলাদেশের জার্সিতে উচ্ছ্বাস করতে থাকা এক ভিনদেশী তরুণীর সঙ্গে কথা বলতেই আবিস্কার করলাম- এটিও আরেকটি ভালবাসার টান!

গায়ে সাকিবদের জার্সি সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে আনন্দ করতে থাকা তরুণীটি শুরুতে অবশ্য কথা বলতে একটু দ্বিধাই করলেন। নিজেকে লাজুক বলে দাবি করে কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর তার সঙ্গে থাকা তরুণটিই বললেন- কথা বলো, যা তোমার ইচ্ছে! সামাজিক গোপনীয়তার কারণে বাংলাদেশি যুবকটি অবশ্য সামনে আসলেন না! কারণ ভিডিওটি কিংবা সংবাদটি বাংলাদেশে থাকা তার পরিবার দেখলে বিব্রতকর অবস্থা হয়েও হয়ে যেতে পারে!

তবে প্রেমিকের অনুমতি মেলায় তরুনী দ্বিধার দেয়াল ভেঙে কথা বললেন ঢাকা পোস্টের সঙ্গে, তিনি এসেছেন সেই যুক্তরাজ্য থেকে। হাসি মুখে বললেন, ‘বাংলাদেশের খেলা দেখতেই লন্ডন থেকে এসেছি আমরা। বিশেষ একটা কারণে এই দলটার প্রতি আমার টান। তাইতো লন্ডন থেকে সোজা চলে এসেছি ব্রিসবেনে। গ্যাবার গ্যালারিতে বসে বাংলাদেশের পক্ষে স্লোগান দেব।’

বিশেষ কারণটা অবশ্য বুঝতে বাকি রইল না কারো। তার প্রেমিক বাংলাদেশের নাগরিক। ব্যক্তিগত গোপনীয়তার কারণে যিনি ক্যামেরার সামনে আসেননি। কিন্তু তার সঙ্গীকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশি প্রেমিকের পাশে দাঁড়িয়ে সোনালী চুলের মেয়েটি আরও বলছিলেন, ‘আমি তোমাদের দেশ নিয়ে অনেক গল্প শুনেছি। যদিও যাওয়া হয়নি। তবে কথা বলে মিশে যেটুকু বুঝেছি তোমরা অসাধারণ। এবার যখন সুযোগ পেলাম ক্রিকেট ম্যাচটি দেখার তাই হাতছাড়া করিনি। দারুণ রোমাঞ্চিত আমি!’

যদিও সংগত কারণেই আলাদা করে বাংলাদেশের কোন ক্রিকেটারের নাম বলতে পারেন নি তরুণীটি। কিন্তু জানিয়ে রাখলেন, সামনেই বেড়াতে যাবেন লাল-সবুজের দেশে। তার আগে বাংলাদেশি প্রেমিকের সঙ্গে সম্পর্কের একটা সামাজিক রূপ দেওয়ার ইচ্ছেটাও আছে বলেই মনে হচ্ছিল।

তবে এখন এসব কথা বলার সময় নেই, বাংলাদেশের পক্ষে স্লোগান দিতে দিতে গ্যাবার মাঠে প্রবেশ করলেন ইংল্যান্ডের তরুণীটি। যিনি কিনা বাংলাদেশের প্রতি ভালবাসার টানে ছুটে এসেছেন ব্রিসবেনে। নিজের নামটা না জানিয়ে দর্শকদের স্রোতে হারিয়ে যাওয়ার আগে শুধু হাসি মুখে বলে গেলেন, ‘একদিন বেড়াতে যাবো তোমাদের দেশে!’

Back to top button