রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ-জাপার অর্ধশত নেতাকর্মী

এবার দলের কাছে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ এনে নেত্রকোনায় বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী। গতকাল শনিবার ২৯ অক্টোবর রাতে জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এসব নেতা-কর্মীকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান।

এদিকে বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল কবির, বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন প্রমুখ। তাঁদের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মী বিএনপিতে যোগ দেন।

এ বিষয়ে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং স্বেচ্ছাসেবক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন এবং আগামীতে আরও করবেন। যারাই বিএনপিতে আসছেন আমরা তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করার পর তাদেরকে বিএনপিতে যোগদানের সুযোগ করে দিচ্ছি।

তিনি আরও বলেন, নিশ্চই রাব্বুল আল আমিন বিএনপি দলটিকে সঠিক পথেই পরিচালনা করছেন। জনতার জয় এবার রুখে সাধ্য কার। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে আসা জসিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ করে কোনো মূল্যায়ন পাইনি। বড় নেতাদের কাছে আমাদের মতের কোনো দামই নাই। তাই বিএনপিতে যোগদান করেছি।

এদিকে জাতীয় পার্টি ছেড়ে আসা ইকবাল কবির বলেন, জাতীয় পার্টির কোনো নেতা নাই। তারা লেজুরবৃত্তির রাজনীতি করে। এছাড়া আমার পরিবারের অন্যরা সবাই বিএনপি করেন। সব মিলিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির আর্দশকে ভালোবেসে যোগদান করেছি।

Back to top button