এক্সক্লুসিভ

দান করার পর দোয়া চাওয়া যাবে?

প্রশ্ন : কিছু দান করার পর দোয়া চাওয়া যাবে না?

উত্তর : দান করা পর দোয়া চাওয়া যাবে না—কথাটি শুদ্ধ নয়। আপনি দান করে দোয়া চাইলে দোয়ার ফজিলত নষ্ট হবে বা ভুল হবে— এই বক্তব্য একেবারেই সঠিক নয়। দান করার পর তার কাছ থেকে আপনি দোয়া চাইতে পারেন কিন্তু সুবিধা কোনো চাইতে পারবেন না। কোনো সুযোগ চাওয়া বৈধ নয়।

আপনি দোয়া চাইতে পারবেন। এটি জায়েজ আছে। দোয়া চাওয়া কখনো বিনিময় নয়। কিন্তু আপনি অন্যকোনো সুযোগ চাইলে তখন সেটা বিনিময় হবে। তখন দানের ফজিলত থাকবে না। যেকোনো কারো কাছে দোয়া চাওয়া এমনেতেই জায়েজ আছে। দোয়া একটি ইবাদত আপনি তাঁর কাছে দোয়া চাইতেই পারেন।

Back to top button