জাতীয়

মে মাসের মধ্যে নতুন দলের নিবন্ধন

নিবন্ধনের সব শর্ত পূরণ সাপেক্ষে মে মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রবিবার (৩০ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, আবেদন করা সব রাজনৈতিক দলকে শতভাগ শর্ত পূরণ করতে হবে। একটি শর্তও অপূরণ থাকলে সেই দল নিবন্ধন পাবে না। আজ নিবন্ধনের আবেদনের সময় শেষ হচ্ছে। দু-একদিনের মধ্যে আমরা একটি কমিটি করে দেব। সব তথ্য যাচাই-বাছাই করে আগামী মে মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে।

জানুয়ারি মাসে রংপুর সিটি করপোরেশন নির্বাচন হবে বলেও জানিয়েছেন এই কমিশনার।

তিনি আরও জানান, রংপুর সিটি ভোটেও ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার থাকার সম্ভাবনা রয়েছে।

Back to top button