কুয়েতে ৩ হাজার বিদেশির ড্রাইভিং লাইসেন্স বাতিল
নিউজ ডেস্ক- কুয়েতে গত এক সপ্তাহে প্রায় ৩ হাজার প্রবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে।
কুয়েতের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অপরাধে কঠিন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল রাই সংবাদপত্রের বরাত দিয়ে জানা যায়, বাতিলকৃত ৩ হাজার ড্রাইভিং লাইসেন্সের সবগুলো লাইসেন্স প্রবাসীদের (কুয়েতে বসবাসরত বিদেশিদের)।
এমন আকস্মিক খবরে বিপাকে পড়েছেন কুয়েতে থাকা সাধারণ বিদেশিরা।
ড্রাইভিং লাইসেন্স বাতিলের যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো ওয়ার্ক পারমিট পরিবর্তন অথবা ভিসায় উল্লেখ থাকা পেশা পরিবর্তন।
প্রবাসী গাড়ি চালকদের লাইসেন্সের ফাইলগুলো পুনরায় যাচাইয়ের নির্দেশনা দিয়েছিলেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি লাইসেন্স পর্যালোচনা করতে কমপক্ষে দু মাস সময় লাগবে।
যদি শর্ত লঙ্ঘন ও প্রয়োজনীয় নিয়ম পূরণ করা না হয় তাহলে লাইসেন্সগুলো বাতিল করে মালিককে তলব করা হবে।