সারাদেশ

ছোট বোনের প্রেমিকের ছুরিকাঘাতে নিহত বড় বোনের প্রেমিক

নিউজ ডেস্ক- ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছুরিকাঘাতে মামুন হাসান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আছিম ইউনিয়নের হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মামুন হাসান হুরবাড়ি গ্রামের আব্দুল হাই’র ছেলে এবং গ্রেপ্তার শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ফুলবাড়িয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মিয়া জানান, ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের সহোদর দুই বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মামুন হাসান ও শাকিল মিয়ার। মামুনের সঙ্গে বড় বোনের আর শাকিল মিয়ার সঙ্গে ছোট বোনের প্রেমের সম্পর্ক ছিল। এসব নিয়ে মামুন ও শাকিলের বিরোধ লেগেই থাকতো।

তিনি আরও জানান, ওই রাতে হুরবাড়ি গ্রামে মামুন ও শাকিলের দেখা হয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল ছুরিকাঘাত করে মামুন হাসানকে। পরে স্থানীয়রা মামুনের চিৎকারে শাকিলকে আটক করে। তবে অল্প কিছুক্ষণের মাঝেই মামুন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের এ কর্মকর্তা জানান, মামুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Back to top button