খেলাধুলা

মালিককে কেন দলে নেননি বাবর: প্রশ্ন ওয়াসিমের

চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর বাবর আজমকে একেবারে তুলোধোনা করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে একেবারে ধুইয়ে দিলেন ওয়াসিম আকরাম। বাবর আজমদের এখন দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই বাজে হার। সমালোচনায় ক্ষতবিক্ষত হচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা।

এদিকে ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে পাকিস্তান। প্রথমে ভারতের কাছে শেষ বলে ম্যাচ হেরে যায় পাকিস্তান। আর জিম্বাবোয়ের বিরুদ্ধেও শেষ বলেই হয় ম্যাচের ফয়সলা। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর বাবর আজম এবং তাঁর টিমকে তুলোধোনা করছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। শোয়েব মালিককে দলে না রাখা নিয়ে বাবরকে একেবারে ধুইয়ে দিলেন ওয়াসিম আকরাম।

ওয়াসিম একটি টুইট করে লিখেছেন, ‘হোয়াট আ শকার (বিশাল ধাক্কা)’। সঙ্গে দিয়েছেন অবাক হওয়ার ইমোজি। বাবরদের পারফরম্যান্সকে এক কথায় জঘন্য বলতে চেয়েছেন ওয়াসিম আকরাম। জিম্বাবোয়ের মতো দল, যারা ধারেভারে পাকিস্তানের চেয়ে অনেকটাই পিছিয়ে, তাদের বোলিং আক্রমণের বিরুদ্ধে পাকিস্তান ১৩১ রান তুলতে না পারায় বিস্মিত ওয়াসিম আকরাম।

এর পাশাপাশি ‘এ’ স্পোর্টস চ্যানেলে একটি লাইভ শো-তে তীব্র ভাষায় বাবরদের আক্রমণ করেছেন প্রাক্তন অধিনায়ক। সেই শো-তে শোয়েব মালিকও ছিলেন। তিনি বলেছেন, ‘যে ভাবে পরিকল্পনার কথা বলা হয়েছে, সবাইকে বসতে হবে। এক বছর ধরে আমরা সবাই বলে আসছি যে, মিডল অর্ডার নড়বড়ে। এখন যে ছেলেটি এখানে বসে আছে, তার নাম শোয়েব মালিক। এখন আমি যদি অধিনায়ক হতাম, তাহলে আমার শেষ লক্ষ্য কী হবে, দলকে বিশ্বকাপ জিততে সাহায্য করা।’

ওয়াসিম আকরাম আরও বলেন, ‘তার জন্য যদি গাধাকে বাবা বানাতে হয়, তবে আমি তাই করব। কারণ আমার নিজের টার্গেট আছে, আমি বিশ্বকাপ জিততে চাই। আমি যদি শোয়েব মালিককে চাই, তা হলে আমি নির্বাচকদের সঙ্গে লড়াই করব যে, শোয়েব মালিককেই চাই, না হলে আমি দলের অধিনায়কত্ব করব না।’

এ সময় টিভি উপস্থাপক তাকে যখন প্রশ্ন করেন, বাবর আজম তাঁর পছন্দের খেলোয়াড় পাননি বা তার পছন্দের খেলোয়াড় পাওয়া উচিত কিনা, আপনি কী বলতে চান? এর জবাবে তিনি বলেন, ‘ওকে আরও বুদ্ধিমান হতে হবে। এটা তো আর পাড়ার টিম নয় যে, নিজের পরিচিত বা বন্ধুকে দলে রাখতে দলে রাখতে হবে। আমি হলে শোয়েব মালিককে মিডল অর্ডারে রাখতাম। এটা অস্ট্রেলিয়ায় ম্যাচ, এটা শারজা, দুবাই বা পাকিস্তানের ডেড উইকেট নয়।’

Back to top button