পাকিস্তান থেকে কাশ্মির দখল করে নেয়ার হুমকি ভারতের

নিউজ ডেস্ক- ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে আজাদ কাশ্মিরের জনগণের ওপর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, তাদেরকে এর ফল ভোগ করতে হবে।
টিআরটি ওয়ার্ল্ড ও এনিউজের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান অংশের কাশ্মির দখলের হুমকি দিয়ে মন্ত্রী বলেন, আমাদের সংকল্প তখনই পূর্ণ হবে যখন ভারত গিলগিট বাল্টিস্তানসহ পুরো জম্মু ও কাশ্মির ফিরে পাবে।
বদগামে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত ৭৬তম পদাতিক দিবসে ‘শৌর্য দিবস’ অনুষ্ঠানে যোগ দিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এসব মন্তব্য করেন রাজনাথ সিং। জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজনাথ সিং বলেন, ভারত ভাগ হওয়ার পরপরই নিজেদের আসল রঙ দেখিয়েছে পাকিস্তান। আমরা কল্পনাও করিনি, পাকিস্তান এত নিচে নেমে জম্মু-কাশ্মির আক্রমণ করবে।
তিনি আরও বলেন, আমরা জম্মু ও কাশ্মির এবং লাদাখে আমাদের উন্নয়নের যাত্রা শুরু করেছি মাত্র। আমরা যখন গিলগিট ও বাল্টিস্তানে পৌঁছাব, তখনই আমাদের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে।
সেনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসলামাবাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন তিনি। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে তিনি বলেন, আসলে ওই জঙ্গিদের লক্ষ্যই হলো ভারতে হামলা করা।
জম্মু ও কাশ্মির থেকে ৩৭০ ধারার অবলুপ্তির প্রসঙ্গ টেনে রাজনাথ বলেন, জম্মু ও কাশ্মিরের বাসিন্দাদের মধ্যে যে বৈষম্য ছিল তা ২০১৯ সালের ৫ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দূর হয়ে গেছে।
কাশ্মিরে মুসলমানদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসের যে তাণ্ডব চালানো হচ্ছে তাকে কাশ্মিরিয়ত বলে চালিয়ে দেয়া যাবে না।