প্রবাস

ডা. শামারুহসহ দুই বাংলাদেশি পাচ্ছেন অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে ডা. শামারুহ মির্জা ২০২৩ সালের অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। একই সঙ্গে আরও এক বাংলাদেশি এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, খবরটি শুনে তিনি খুব খুশি হয়েছেন।

চারটি বিভাগে মোট ১৬ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শামারুহ মির্জা এবং আরেক বাংলাদেশি নাজমুল হাসান ‘লোকাল হিরো’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।

ক্যানবেরা টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডা. শামারুহ মির্জা একজন মেডিকেল স্টুডেন্ট। তবে তিনি সুস্বাস্থ্যের জন্য মেডিসিনের থেকেও নিজেদের মধ্যে আলোচনা করা, কথা বলাকে বেশি গুরত্বপূর্ণ মনে করেন।’

ডা. শামারুহ মির্জা পেশায় একজন চিকিৎসাবিজ্ঞানী। তিনি সব সময় এটাই অনুভব করে এসেছেন যে, কারও সঙ্গে ‘কানেক্টেড’ থাকা এবং মন খুলে কথা বলতে পারাটা সুস্বাস্থ্যের জন্য ওষুধের মতোই গুরুত্বপূর্ণ।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময় তিনি দেখতে পান, প্রচুর নারী প্রতিনিয়ত বিষণ্ণতার সঙ্গে লড়াই করছেন।

ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ডের (সাংস্কৃতিক ও জাতিগত) নারীরা যেন নিরাপদে তাদের নিত্যকার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং একই সঙ্গে আত্মবিশ্বাস অর্জন করতে পারেন, সে লক্ষ্যে ২০১৭ সালে তিনি ‘সিতারা’স স্টোরি’ নামে একটি সংগঠন সহ-প্রতিষ্ঠা করেন।

স্বেচ্ছাসেবী, অলাভজনক প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মশালা, টক শো, সেমিনার এবং সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা নারীদের মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য সহিংসতা, নিজের যত্ন এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করতে সহায়তা করে

২০২১ সালে সংস্থাটিকে ‘এসিটি মেন্টাল হেলথ মান্থ অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত করা হয়।

৪৪ বছর বয়সী শামারুহ নিজেও ‘ক্যানবেরা কমিউনিটি স্পিরিট অ্যাওয়ার্ড ২০২১’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন।

ক্যানবেরা টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নাজমুল হাসান সমাজে একজন রোল মডেল। এর আগে তিনি ‘এসিটি আউটস্ট্যান্ডিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন ২০২২’ এ সম্মানিত এবং ‘এবিসি ক্যানবেরা কমিউনিটি স্পিরিটস অ্যাওয়ার্ড ২০২২’ এর বিজয়ী হন।

Back to top button