সিলেট

জিন্দাবাজারে আবারো দেবেছে স্ল্যাব, বাঁশের খুঁটি!

নিউজ ডেস্ক- সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়কের মধ্যে স্লাব দেবে ঝুঁকিতে যান চলাচল করতে দেখা গেছে। এতে নগরবাসীর চলাচলে সৃস্টি হয়েছে প্রতিন্ধকতা ঝুকিঁ এড়াতে স্লাবের গর্তে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে।

স্লাব দেবে সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ওই সড়কগুলো দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া রাতের বেলা সেখানে ছোট বড় যানবাহনের চাকা ও পথচারীরা পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ জিন্দাবাজার পয়েন্টের সড়কের মধ্যখানে স্লাব দেবে গেছে। সড়কটির মধ্যখানে স্লাব দেবে বড় গর্তের আকার সৃষ্টি হয়েছে। এ স্থান দিয়ে প্রতি ঘণ্টায় শত শত রিকশা, অটোরিকশা, পিকআপ ও প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু স্লাব দেবে সৃষ্ট গর্তে প্রায়ই রিকশা-অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে নানা দুর্ঘটনা ঘটছে।

সড়কের মধ্যে সৃষ্ট বড় গর্তের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, কয়েকদিন ধরে সড়কের মাঝখানের স্লাব দেবে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে তারা নিজ উদ্যোগে বাঁশ ও কাপড়ের নিশান দিয়ে গর্তটি চিহ্নিত করার চেষ্টা করে থাকেন। দিনের বেলা সেই নিশান দেখে যানবাহনগুলো সড়কের এক পাশ দিয়ে চলাচলের চেষ্টা করলেও দুর্ঘটনা ঘটে মূলত রাতে। রাতের বেলা দোকানপাট বন্ধের সময় আলো কম থাকায় গর্তের মধ্যে বিভিন্ন যানবাহনের চাকা পড়ে গিয়ে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

Back to top button