জাতীয়

আমেরিকা যুদ্ধ প্রিয় দেশ: পররাষ্ট্রমন্ত্রী

আজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকা যুদ্ধ প্রিয় দেশ। সব দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করাই তাদের মূল কাজ। যুদ্ধ ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল নয়। আজ বুধবার ২৬ অক্টোবর দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের আঙ্গিনায় শেখ হাসিনা সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, জাতিসংঘকে উপেক্ষা করে কোনো কোনো দেশ নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছে। ফলে বাংলাদেশের মতো ছোট দেশগুলো বিপদে পড়ছে। রুশ-ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা বাংলাদেশকে বিপদে ফেলছে। এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

গণহত্যা নিয়ে বাংলাদেশে বিশেষ কোনো প্রোফাইল নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভে এ ধরনের প্রোফাইল তৈরি হচ্ছে। এরপরই তা আন্তর্জাতিক সম্প্রদায়কে সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, সিকিউরিটি কাউন্সিলে কোনো ডেমোক্রেসি নেই। এ সময় সিকিউরিটি কাউন্সিলের সংস্কারের আহ্বান জানান তিনি।

Back to top button