মৌলভীবাজারে বিজিবির তালিকায় ১৩ চোরাকারবারী

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অধীনস্থ ফুলতলা বিওপি ৫২-সি কোম্পানির তালিকায় ১৩ জন চোরাকারবারীর নাম উঠে এসেছে। এ তালিকায় মাদক, মানব, পশু পাচারকারী ও চোরাকারবারীসহ ফুলতলা ইউনিয়নের ১৩ জনের পূর্ণ নাম ঠিকানা প্রকাশ পেয়েছে।
সম্প্রতি বিজিবি ফুলতলা বিওপি হতে এ তালিকা ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে মাদক, মানবপাচার ও চোরাকারবার রোধে তাদের কঠোর অবস্থানের কথা জানানো হয়।
ফুলতলা বিওপির দুইজন বিজিবি সদস্যের উপস্থিতিতে ওই সভায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ ভারত-বাংলাদেশে অবৈধ চোরাচালান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।
বিজিবি ফুলতলা বিওপি কর্তৃক সরবরাহকৃত চোরাকারবারীদের নামের তালিকায় যারা আছেন তারা হলেন, মাদক চোরাকারবারী ফুলতলার দক্ষিণ সাগরনাল গ্রামের মো. সাদেক মিয়া (৩০), কোনাগাঁও গ্রামের মো. মোকাদ্দস মিয়া (৩২), ফুলতলা বাজারের মো. তাজুল ইসলাম (৩৫), গবাদিপশু ও মাদক চোরাকারবারী কোনাগাঁও গ্রামের মো. মোখলেছ মিয়া (৩২), গবাদিপশু চোরাকারবারী পূর্ব বটুলি গ্রামের মো. বাবলু মিয়া (৩৫), মো. সেলিম মিয়া (৩২), চোরাকারবারী মো. জয়নাল মিয়া (৩০), চোরাকারবারী মো. আব্দুল বারেক (২৫), গবাদি পশু চোরাকারবারী মো. সাইফুল ইসলাম (৪০), মাদক চোরাকারবারী মো. রুমেল মিয়া (৩০), বিরেনতলা গ্রামের মাদক চোরাকারবারী মো. হায়দার আলী (৩২), ফুলতলা গ্রামের মো. সোহেল আহম্মদ (২৮), পূর্ব বটুলি গ্রামের মো. ডালিম মিয়া।
ফুলতলা ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিজিবির পক্ষ থেকে ফুলতলা ইউনিয়ন পরিষদে চোরাকারবারীদের নামের তালিকা দেওয়া হয়েছে। এ তালিকায় থাকা ১৩ জন চোরাকারবারীদের ডেকে রোববার ইউনিয়ন পরিষদে এক সভায় মিলিত হন ইউপি চেয়ারম্যান মাসুক আহমেদ। এ সভায় সব ইউপি সদস্যও উপস্থিত ছিলেন।
ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান রোধে রোববার ব্যবসায়ী ও বিজিবি নিয়ে ইউনিয়ন পরিষদে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারত থেকে যাতে মাদকদ্রব্য বা অন্য কোনো কিছু অবৈধভাবে বাংলাদেশে আসতে না পারে আর বাংলাদেশ থেকেও যাতে ভারতে অবৈধভাবে কিছু পাচার হতে না পারে সে ব্যাপারে সভায় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
ফুলতলা বিওপি ৫২/ সি কোম্পানির সুবেদার জয়নাল আবেদীন এ তালিকার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী জানিয়েছেন, বিজিবি সীমান্তে চোরাকারবারীদের যে কোনো তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন চৌকিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। তবে ফুলতলা বিওপি ৫২/ সি কোম্পানির চোরাকারবারীদের তালিকার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।