প্রবাস
কুয়েতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
কুয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) কুয়েতের জাহারা অঞ্চলের মাতলা এলাকায় নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আলমাস আলীর ছেলে।
নিহতের সহকর্মী মোহাম্মদ নবী জানান, আলমগীর নির্মাণ কাজ চলা ওই ভবনের দেখাশোনার কাজ করতো। ঘটনার দিন সন্ধ্যায় ভবনের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। দেশ থেকে ছুটি কাটিয়ে কিছুদিন হলো সে কুয়েতে ফিরেছে। তার একটি ছেলে সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
নিহতের চাচা মোস্তফা জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পরিবারের কাছে পাঠানো হবে।আলমগীরের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।