খেলাধুলা

নেদারল্যান্ডসকে হারিয়ে ১৫ বছর পর বিশ্বকাপের মূল পর্বে জয় পেল বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এটি টাইগারদের দ্বিতীয় জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালের পর আর কখনো মূল পর্বের লড়াইয়ে জয়ের দেখা পায় নি বাংলাদেশ। অষ্টম বিশ্বকাপ আসরে সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে দীর্ঘ ১৫ বছরের আক্ষেপ মোচন করল টিম টাইগার্স। হোবার্টে ডাচদের ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে অলআউট হয়ে যায় স্কট এডওয়ার্ডসের দল।

১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই বিপাকে পড়ে নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের করা প্রথম ওভারের প্রথম দুই বলেই দুই উইকেটের পতন ঘটে ডাচদের। ইনিংসের প্রথম বলেই দারুণ এক আউট সুইংয়ে ব্যাটারকে পরাস্ত করেন বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ খেলা তাসকিন। প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির রাব্বিকে ক্যাচ তুলে দেন ভিকরম সিং। অসাধারণ ক্যাচটি তালুবন্ধী করে দলকে আনন্দে ভাসান ইয়াসির।

দ্বিতীয় বলে উইকেট নিয়ে উড়তে থাকা দলকে আবারও আনন্দে ভাসান তাসকিন। হালকা বাউন্সে পরাস্ত করেন বাস ডি লিডকে। সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন লিড।

Back to top button