সিলেট
সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেটঃ ১১ কেভি উপশহর ফিডারে মেরামত কাজের জন্য নগরীর শাহজালাল উপশহরের কিছু এলাকায় মঙ্গলবার (২৫ অক্টোবর) ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সব এলাকা বিদ্যুৎবিহীন থাকবে এর মধ্যে রয়েছে- এ, বি, সি, ডি এবং জে ব্লক, এবিসি পয়েন্ট, তেররতন, সৈয়দানীবাগ, সাদরপাড়া এলাকা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বিক্রয় ও বিতরণ বিভাগ- ২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এ তথ্য জানিয়েছেন।