সুনামগঞ্জে কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরি, ২ লাখ টাকা জরিমানা
টাইমস ডেস্কঃ কাপড়ের রং দিয়ে তৈরি খেজুরের গুড় বিক্রির অপরাধে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যবসা প্রতিষ্টানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় অন্য আরেকটি ব্যবসা প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি জানান- জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালনা করলে হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির সন্ধান পাওয়া যায়। এ অপরাধে ওই প্রতিষ্টানকে ২ লাখ জরিমানা করা হয়েছে। একই সময় মূল্য তালিকা না থাকায় বাজারের অন্য একটি মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন- জব্দ করা এসব খেজুর গুড় নদীতে ফেলে বিনষ্ট করা হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে জগন্নাথপুর থানা পুলিশ।