বেশি দামে চিনি বিক্রি, সিলেট নগরীতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
বেশি দামে চিনি বিক্রির দায়ে সিলেট নগরের ৮ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়ার নেতৃত্বে এই অভিযান হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালীঘাট, লাল দিঘীরপাড়, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কালীঘাট ও লাল দিঘীর পাড় এলাকায় চিনি ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করা, অধিক মূল্যে চিনি বিক্রয়, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৬ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা এবং একই অপরাধে সুবিদ বাজার এলাকার ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা এবং বাজার কমিটির সদস্যবৃন্দ সহায়তা করেন।