সিলেট পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত না হলে ২৬ নভেম্বর জনসভার ডাক
নিউজ ডেস্ক- সিলেটের বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা অফিস দুর্নীতি ও দালালমুক্ত না হলে আগামী ২৬ নভেম্বর জনসভা করবে দেশের প্রবাসীদের অধিকার আদায়ের অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) কেন্দ্রীয় কমিটি।
ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত শনিবার রাতে নগরীর কাজিটুলায় অনুষ্ঠিত বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, পাসপোর্ট তৈরি শুধু বিদেশ যাওয়ার জন্য নয়; যে কোনো নাগরিক ইচ্ছা করলেই পাসপোর্ট তৈরি করতে পারেন। দুর্নীতিবাজ কর্মকর্তা ও দালালদের কারণে পাসপোর্ট করতে গিয়ে লোকজন নানা ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলেও সরকার পদক্ষেপ নিচ্ছে না। পাসপোর্ট অফিস দুর্নীতি ও দালালমুক্ত না করলে জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংগঠনের সভাপতি আবদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহ্বায়ক প্রিন্স বাহার চৌধুরী, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সাধারণ সম্পাদক শাহ আবদুল করিম, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, গণদাবি পরিষদ গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আবদুল লতীফ সরকার প্রমুখ।