সিলেট
কোম্পানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
নিউজ ডেস্ক- সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে নাজমুল হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি জকিগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাড়ুয়া সাকেরা এলাকার মায়ের দোয়া হোটেলের পাশ থেকে নাজমুল হোসেনকে আটক করেন পুলিশের একদল সদস্য।
পরে তল্লাশি করে তার হেফাজত থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, নাজমুল হোসেন একজন পেশাদার মাদক কারবারি। তার বাড়ি জকিগঞ্জ হলেও তিনি বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে থাকেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।