গোলাপগঞ্জ

১৪ বছর পর গ্রেফতার হলেন ওসমানীনগরের নূরজাহান

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

রবিবার ভোরে ঢাকার র‌্যাব-৩ এর সহায়তায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় থানার এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নূরজাহান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে,২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামী করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী। ওই মামলায় দীর্ঘ বিচার কার্য শেষে নূরজাহান বেগমসহ একাধিক আসামীদের যাবত-জীবন সাজা প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন জানান, দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকা র‌্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা নুরহজাহান বেগমকে গ্রেফতার করে রবিবার বিকালে থানায় নিয়ে আসা হয়েছে।

Back to top button