আন্তর্জাতিক

তালিমুল কোরআন বাহরাইন সালমাবাদ শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সঃ) মাহফিল

আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি :যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও দোয়ার আয়োজন করে তালিমুল কোরআন বাহরাইন সালমাবাদ শাখা।২১ই অক্টোবর শুক্রবার দেশটির সালমাবাদ এলাকায় অবস্থিত আব্দুল্লাহ ইবনে আব্বাস জামে মসজিদে স্থানীয় সময় রাত ৭টা ১৫মিনিটৈ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়।

সিরাতুন্নবী (সাঃ) মাহফিল কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হামযার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য মাওলানা হাসান আল বান্না,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল বাশার,শাখা সভাপতি ফায়েজ উল্লাহ, মোহাম্মদ আলতাফ,জয়নাল আবদীন,শেখ আমজাদ,সালেহ আহমদ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

প্রধান আলোচকের আলোচনায়, রাসুল (সাঃ) এর সীরাতের উপর আলোকপাত করে, তাঁর সুন্নাতকে, পূর্নজীবিত করা, প্রচার-প্রসার করা ও ব্যাক্তিজীবনে পালন করে, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বিশেষ গুরুত্ব আরোপ করেন ও সকলের প্রতি আহবান জানান।আলোচনা শেষে, বিশ্ব মানবতার কল্যাণ, বিশ্বময় মানুষের মধ্যে ভাত্তৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং প্রবাসীদের কল্যান কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Back to top button