হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
নিউজ ডেস্ক- নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ। সমস্যার কারণে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত ওই মেডিকেলের ছাত্র-ছাত্রী।
বিরাজমান সমস্যাগুলোর দ্রুত নিরসনের দাবিতে রোববার দুপুরে কলেজের অস্থায়ী ক্যাম্পাস ফটকে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মনববন্ধন শেষে কর্তৃপক্ষের কাছে ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলো হচ্ছে- স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন, হোস্টেলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান, চলমান অস্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত ক্লাসরুম ও সরঞ্জাম প্রদান, শিক্ষক সংকট দ্রুত নিরসন, দ্রততর সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ, দ্রুততর সময়ে সিএ/রেজিস্ট্রার নিয়োগ, প্রতি ফেজ’র সবগুলো বিভাগ পূর্ণাঙ্গ চালু, বিষয় ভিত্তিক পূর্ণাঙ্গ ল্যব সুবিধা ও ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, কলেজ প্রাঙ্গনে স্টুডেন্ট ও ডক্টর ক্যাফেটেরিয়া স্থাপন, মৌসুমী ভিত্তিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ক্রীড়া কমিটি গঠন ও খেলা সামগ্রি কমিটির কাছে হস্তান্তর, লাইব্রেরি সম্প্রসারণ এবং অধ্যয়নের পর্যাপ্ত সময় ও সুযোগ সুবিধা প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ-এর এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মুশাহিদ, ৪র্থ বর্ষের শিক্ষার্থী রিংকু, ২য় বর্ষের তাসনিম রিয়াজ ও ১ম বর্ষের আব্দুল্লাহ প্রমুখ।
মানববন্ধন শেষে মিছিল সহকারে অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।