সিলেট

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু

টাইমস ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম মাহদিয়া রহমান রুকাইয়া। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের ইসহাক আহমদের একমাত্র মেয়ে।

মেয়ের চাচা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টায় মেয়ের মা তাকে রেখে ঘরের কাজ করতে থাকেন। এ সময় সবার অজান্তে রুকাইয়া বাড়ির সামনের পুকুর ঘাটে চলে যায়। খেলারছলে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। পরে খোজাখুজি করে তাকে পুকুরের পানিতে পাওয়া যায়।

পানি থেকে উঠিয়ে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Back to top button