সিলেটের আশরাফুল পাভেলের কানাডা স্টুডিওতে অডিও, দুবাইতে বানালেন মিউজিক ভিডিও
নিউজ ডেস্কঃ তৈরি করছেন নতুন নতুন বাংলা গান। যে গানে আছে তার জন্মস্থান সিলেটের আঞ্চলিকতার টানও।কানাডায় অডিও,দুবাইতে ভিডিও বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য কানাডায় বসে কাজ করে যাচ্ছেন তরুণ সংগীতশিল্পী আশরাফুল পাভেল।
তারই ধারাবাহিকতায় পাভেল এবার তৈরি করলেন নতুন গান ‘দুবাই শপিংয়ে যাবো’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা, সুর এবং সংগীতায়োজনও করেছেন তিনি নিজেই।
মজার ব্যপার হলো, গানের কথার সঙ্গে মিল রেখে সত্যি সত্যিই দুবাই গিয়ে এর ভিডিওর শুটিং করেছেন পাভেল। দুবাইয়ের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের জনপ্রিয় মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফি করেছেন অরুণ পাঠক।
নতুন এই গানচিত্র নিয়ে আশরাফুল পাভেল বলেন, ‘গানটির অডিও করার পর মনে হলো ভিডিও দুবাইতে গিয়ে করলেই পারফেক্ট হবে। যেই ভাবা সেই কাজ। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে কাজটি শেষ করেছি। অন্য রকম এক অভিজ্ঞতা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, কানাডা প্রবাসী তরুণ গায়ক, সুরকার ও সংগীত পরিচালক আশরাফুল পাভেল এরইমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন। বিশেষ করে ২০২০ সালে প্রকাশিত তার গাওয়া তিনটি গান-‘দূরই যাইও না’, ‘যাইমু লং ড্রাইভো’ এবং ‘এত লজ্জা কেনো’ ভালো জনপ্রিয়তা পায়। ‘সিলেটিয়া রঙিলা দামান’ দিয়েও শ্রোতাদের মন কাড়েন তিনি।