বাংলাদেশি পাসপোর্টসহ রো হি ঙ্গা আ ট ক
নিউজ ডেস্ক- কক্সবাজারের উখিয়া উপজেলায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরীফ (৪৩) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
শনিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক রোহিঙ্গা মোহাম্মদ শরীফ একই ক্যাম্পের ব্লক সি/১২ এর মোহাম্মদ হাশিমের ছেলে। আটক শরীফের শরীর তল্লাশি করে একটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটক শরীফ বিদেশ গমনের উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে উক্ত পাসপোর্ট তৈরি করেছিলেন।
আটক শরীফের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম।