১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেট হাওয়া পাকিস্তানের
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান।
চিরপ্রতিদ্বন্দ্বিদের লড়াইয়ে রোববার ভারতীয় বোলারদের তোপে নিয়মিত উইকেট হারাচ্ছে পাকিস্তান।
দলীয় সংগ্রহ ১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেট হাওয়া পাকিস্তানের।
১৪তম ওভারে জোড়া আঘাত হেনেছেন অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। অলরাউন্ডার শাদাব খানকে ৫ রানে আউট করে ওভারের শেষ বলে ২ রানে ব্যাট করা হায়দার আলিকেও সাজঘরের পথ দেখিয়েছেন তিনি।
খেলার এ পর্যায়ে পাকিস্তানের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান। শান মাসুদ ২৮ বলে ৩১ রানে অপরাজিত।
শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। ৪ ওভার শেষে ১৫ রান করতেই ২ উইকেট হাওয়া পাকিস্তানের। গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন দলের সেরা ব্যাটার বাবর আজম।
দ্বিতীয় ওভারের প্রথম বলে পরাস্ত হন বাবর। বল লাগে প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন তুলেন আর্শদীপ। সাড়া দিয়ে আঙুলও তোলেন আম্পায়ার।
বাবর রিভিউ নিলে দেখা যায় লেগ স্টাম্প ছুঁয়ে যেত বলটি। রিভিউতে হেরে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেছেন বাবর আজম।
শুরুর ধাক্কা সামলে দলকে টানে তুলেন মাসুদ-ইফতিকার জুটি।
১২ ওভার পর্যন্ত রানের চাকা সচল রেখে এ জুটি করেছে ৭৬ রান।
১৩তম ওভারে এসে মোহাম্মদ শামি দুর্দান্ত সেই জুটি ভাঙেন। বাবর আজমের মতো এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এ মিডলঅর্ডার। ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন ইফতেখার।
এর আগে আরেক সেরা ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়েছেন আর্শদীপ সিং।
চতুর্থ ওভারে আর্শদীপের শেষ ডেলিভারিতে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রিজ়ওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেছেন তিনি।