বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন

বিয়ানীবাজার টাইমসঃ গত নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা গণ–অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ধর্ম রাষ্ট্র নয়, নিরপেক্ষ রাষ্ট্র চাই- এ শ্লোগানে শনিবার ভোর ৬টায় শুরু হওয়া এই অনশন চলে সন্ধ্যা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার সাংস্কৃতিক ক্লাবের সামনে গণ–অনশনে অংশ নেন ঐক্য পরিষদের নেতারা।

দাবিসমূহ হল- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানাচ্ছেন ঐক্য পরিষদের নেতারা।

বিয়ানীবাজারে গণ অনশন কর্মসূচীতে অংশ নেন কমলেন্দু দে, রবীন্দ্র চক্রবর্তী রাগব, বিবেকানন্দন দাস বিবেক, কেততি রঞ্জণ দাস, সন্ধি পদ ভট্টাচার্য্য, শশাংক দাস, নিরেন্দ্র দাস, বিষু রঞ্জণ দে, রাজীব দেবনাথ ,গোপীকা বিশ্বাস, প্রণোজিত দাস, পুলক দাস, লিটন দাস, রাজীব চক্রবর্তী, নগেন্দ্র দাস, রনজিৎ দাস, অজিত পুরকাস্ত, দীপন বিশ্বাস, আখি রানী দাস, শিখা রানী দাস, সন্তোষ রায়, তুষার ভট্টাচার্য্য, শংকর দাস, নগেন্দ্র দাস, গপিকা বিশ্বাশ, দুলাল ধর, অজিত পুরকাস্ত
সুজয় দাস, গৌর কিশোর দাস ও সুধাংশু দে প্রমুখ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশনে সংহতি প্রকাশ করেন বিয়ানীবাজার উপজেলা জাসদের সভাপতি মজির উদ্দিন আনছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button