প্রতিদিন নতুন মসজিদে ফজরের নামাজ পড়েন পাকিস্তানি বাইকার
মোহাম্মদ দাউদ (৬৫) প্রতিদিন নতুন নতুন মসজিদে ফজরের নামাজ পড়েন। তিনি একজন বাইকার। তার জন্মস্থান পাকিস্তান। থাকেন সংযুক্ত আমিরাতের শারজাহতে। মোহাম্মদ দাউদের ইচ্ছা আমিরাতের প্রতিটি মসজিদে অন্তত একবার করে হলেও ফজরের নামাজ আদায় করবেন তিনি। তাই প্রতিদিন ভিন্ন ভিন্ন মসজিদে ফজর পড়তে তার বিএমডাব্লিউ-১২২ আরটি বাইক নিয়ে আঁধারঘেরা পথে ছুটে চলেন দাউদ।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ভোর ৪টার আগেই নতুন মসজিদের উদ্দেশে বেরিয়ে পড়েন এই অভিবাসী। এরই মধ্যে দাউদ আমিরাতের ১০০ মসজিদে ফজরের নামাজ পড়তে সমর্থ হয়েছেন।
মোহাম্মদ দাউদ নতুন নতুন মসজিদে ফজর পড়ার অভিজ্ঞতা তুলে ধরেন তার ইউটিউব চ্যানেল ‘ইন লাভ উইথ মাসাজিদে’। সংযুক্ত আরব আমিরাতে চার হাজার মসজিদ রয়েছে। দাউদের স্বপ্ন, দেশের সব মসজিদে ফজর নামাজ পড়বেন তিনি।
দাউদ বলেন, ভোরের অনেক আগেই আমি ঘুম থেকে জেগে উঠি এবং দূরের মসজিদে নামাজ পড়তে বাইকে যাত্রা শুরু করি। প্রতিদিন নতুন মসজিদে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছি।