আন্তর্জাতিক

ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথ

নিউজ ডেস্ক- ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনি। শনিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকালে তার নেতৃত্বে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেন। খবর রয়টার্স।

এর আগে, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলার সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা গঠনের ঘোষণা দেন ৪৫ বছর বয়সী জর্জিয়া মেলোনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কট্টর ডানপন্থী সরকার পেলো ইতালির জনগণ। মেলোনির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল ব্রাদার্স অব ইতালি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফোরজা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসের জাতীয় নির্বাচনে জয় পায়।

সেপ্টেম্বরে ইতালির নির্বাচনে প্রায় এক-চতুর্থাংশ ভোট পায় মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। যেখানে তার মিত্র ফোরজা ইতালিয়া এবং অতি-ডানপন্থী লীগ যথাক্রমে আট এবং নয় শতাংশ ভোট পেয়েছে।

Back to top button