জুড়ীতে ওয়ারেন্টভূক্ত ৬ আসামী গ্রেফতার
নিউজ ডেস্ক- বিভিন্ন মামলায় দীর্ঘদিন থেকে পলাতক ৬ আসামীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বন বিভাগের গাছ চুরিরও মামলা রয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের পৃথক পৃথক এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জুড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জুড়ী থানার সাব ইন্সপেক্টর অনিক রঞ্জন দাসের নেতৃত্বে সাব ইন্সপেক্টর ফরহাদ হোসেন, সহকারী সাব ইন্সপেক্টর জোসেফ আহমদ, মহিউদ্দিন ভূঁইয়াসহ জুড়ী থানা পুলিশের অভিযানে হরিরামপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র কবির হোসেন, দক্ষিণ বড়ডহর গ্রামের আব্দুল জলিলের পুত্র মো: সুমন আহমেদ, ফুলতলা চা বাগানের রামদরস রবিদাসের পুত্র বিচাল, একই ইউনিয়নের মৃত আনোয়ার মিয়ার পুত্র এমরান মিয়া ও কামরান মিয়া, মৃত আব্দুল জব্বারের পুত্র হাছিব আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
জুড়ী থানার এসআই অনিক দাস বলেন, বন বিভাগের মামলায় ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় তাদেও বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। ওসি স্যারের নির্দেশে আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় ওয়ারেন্টভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।