খুলনায় খালেদা জিয়ার জন্য মঞ্চে চেয়ার রাখল বিএনপি
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চের ঠিক মাঝখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়েছে। সবুজ তোয়ালে দিয়ে ঢাকা চেয়ারের এক পাশে সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ার রাখা।
আরেক পাশে সমাবেশের সভাপতি খুলনা নগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনার চেয়ার।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে দলীয় নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় গণসমাবেশ আয়োজন করে বিএনপি।
নগরীর সোনালী ব্যাংক চত্বরে শনিবার (২২অক্টোবর) দুপুরে এ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয় বিশেষ কৌতূহল। অনেকে ছবি তুলে ফেসবুকে দিচ্ছেন চেয়ারের ছবি।
সমাবেশের আয়োজকরা বলছেন, মূলত দলের চেয়ারপার্সনকে সম্মান জানাতে এই খালি চেয়ার রাখা হয়েছে।