সারাদেশ

সব বাধা উপেক্ষা করে খুলনায় বিএনপির গণসমাবেশে জনতার স্রোত

পদে পদে বাধা, মামলা-হামলাসহ বাস, লঞ্চ, খেয়াঘাট বন্ধ থাকার পরও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে জনতার ঢল নেমেছে। আজ শনিবার দুপুর ২টায় খুলনা নগরীর ফেরিঘাট এলাকার সোনালী ব্যাংক চত্বরে শুরু হবে এই বিভাগীয় সমাবেশ।

এদিকে গণপরিবহন বন্ধ হওয়ার আগেই বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের কাছে দলের পক্ষ থেকে কৌশলী হয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য বার্তা দেওয়া ছিল। সঙ্গে শুকনো খাবার নিয়েও আসার নির্দেশনা ছিল। নেতাকর্মীরাও সেভাবেই দফায় দফায় গাড়ি বদল করে, অটোরিকশা, ভ্যান, ট্রলারে করে সমাবেশে এসেছেন। অনেকে যোগ দিয়েছেন পায়ে হেঁটে।

গতকাল শুক্রবার থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। গতকাল সকাল থেকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও মেহেরপুর থেকে নেতাকর্মীরা ট্রেনে খুলনায় আসেন। অন্যদিকে নড়াইল, সাতক্ষীরা, কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা এলাকার নেতাকর্মীরা ট্রলার, ইজিবাইকসহ নানা কৌশলে খুলনায় আসেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সময়ের সাথে পাল্লা দিয়ে সমাবেশস্থলে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। নগরীর ডাকবাংলো চত্বর থেকে শিববাড়ি চত্বর পর্যন্ত পুরো এলাকায় অবস্থান নিয়েছেন তারা। এখনও পার্শ্ববর্তী দশটি জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পোস্টার, ফেস্টুন এবং ব্যানারে ছেয়ে গেছে আশেপাশের এলাকা।

বিএনপির এই সমাবেশ ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী । প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। গণপরিবহন বন্ধ থাকায় শুক্রবার ভোর থেকে এক রকমের অবরুদ্ধ খুলনা। বিএনপির নেতাকর্মীরা নানা কৌশলে সমাবেশস্থলে আসছেন।

গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে বিভাগীয় গণসমাবেশ শুরু করে বিএনপি। এরপর গত শনিবার ময়মনসিংহে বিভাগীয় গণসমাবেশ হয়েছে। এভাবে ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও আগামী ১০ ডিসেম্বর ঢাকায় হবে মহাসমাবেশ।

Back to top button