সারাদেশ

পকেটমার সন্দেহে যুবককে আওয়ামী লীগ নেতার মা র ধ র

নিউজ ডেস্ক- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পকেটমার সন্দেহে রাসেল (২৫) নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাসেলের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুখুরিয়া গ্রামে। অভিযুক্ত আব্দুল কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সবজি বাজারে পকেটমার হয়েছে বলে জানান এক ব্যক্তি। এ সময় রাসেলকে পকেটমার সন্দেহে মারধর শুরু করে উপস্থিত লোকজন। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসও উপস্থিত হয়ে রাসেলকে এলোপাতাড়ি মারধর করেন।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস জুতা পায়ে ওই যুবককে এলোপাতাড়ি লাথি মারছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন অনেক মানুষ। এ সময় কয়েকজন এগিয়ে আসার চেষ্টা করলে কুদ্দুস তাদের বাধা দিচ্ছেন।

এ বিষয়ে আব্দুল কুদ্দুস বলেন, সবজি বাজারে শুক্রবার সকালে পকেটমারের ঘটনা ঘটে। উপস্থিত লোকজন ছেলেটিকে গণপিটুনি দিয়ে প্রায় মেরে ফেলছিল। ছেলেটিকে রক্ষার জন্য মারধরের অভিনয় করেছি।

কার পকেট কাটা হয়েছিল জানতে চাইলে তিনি জানান, রামচন্দ্রপুর গ্রামের কোনো এক ব্যক্তির। তবে ওই ব্যক্তির নাম জানেন না। তিনি স্বীকার করেন এভাবে ছেলেটিকে মারধর করা তার ঠিক হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হেসেন বলেন, দৌলতপুর বাজারে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাসেল নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে থানায় আসেনি। যদি অভিযোগ পাওয়া না যায় তবে রাসেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

শুধুমাত্র সন্দেহের বশে একজনকে মারধর করা ঠিক হয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Back to top button