গোলাপগঞ্জ বসন্ডার খালে অবৈধ বাঁধ, শতাধিক কৃষকের ফসলের ক্ষেত নষ্ট
নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দেওয়ানের পুল সংলগ্ন বসন্ডার খালে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে স্থানীয় একাধিক গ্রামের শতাধিক কৃষকের আমন ফসলের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা এ নিয়ে উপজেলা কৃষি অফিসে অভিযোগ দিলেও কোনো সমাধান মেলেনি।
জানা যায়, সাম্প্রতিক বন্যায় এলাকার কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। এ ক্ষতি পুষিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় কয়েকজন মাছ শিকারি বসন্ডার খালে বাঁধ দিয়ে মাছ শিকারের কারণে এখানকার ফসলের ক্ষতি হচ্ছে।
উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাঁও, বাউসী, জামিটিকি গ্রামের আলাই মিয়া, রামাকান্ত দাশ, সমীরণ দাশসহ বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁধ দেওয়ার কারণে সামান্য বৃষ্টি হলেই ক্ষেতের জমি পানিতে তলিয়ে যায়। তার পরও এলাকার মাছ শিকারিরা অবৈধভাবে বসন্ডার খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ শিকার অব্যাহত রেখেছেন। নিরুপায় হয়ে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলেও সুফল পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে ইউএনও মৌসুমী মান্নান জানান, এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের তহশিলদারের মাধ্যমে অভিযান চালিয়ে বাঁধ কেটে দেওয়া হয়েছে।
এদিকে, ভুক্তভোগীরা বলছেন, বাঁধগুলো আগের মতোই রয়েছে।