সারাদেশ

নারীর ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল, কাতারপ্রবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক- কাতার প্রবাসী আল-আমিন গাজী (২৮)। সেখান থেকে এক নারীর ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি। এ ঘটনায় ওই নারী মামলা করেন। এ মামলা তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে কাতার থেকে আল-আমিন গাজীকে দেশে ফেরত পাঠানো হয়।

এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আল-আমিন গাজীকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ইন্টারনেট রেফারেল টিম।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাতারে বসে বেশ কিছুদিন ধরে একজন নারীর ফেসবুক আইডি হ্যাক করে ব্ল্যাকমেইল করে আসছিলেন কাতার প্রবাসী আল-আমিন গাজী। এ ঘটনায় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর ডিএমপির মুগদা থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। মামলার তদন্ত শেষে কাতারে অবস্থানকারী আল-আমিন গাজীকে শনাক্ত করে তার বিরুদ্ধে ২০২১ সালের ২৩ মে মুগদা থানার অভিযোগপত্র দাখিল করা হয়।

ধ্রুব জ্যোতির্ময় গোপ আরও বলেন, বৃহস্পতিবার (২০ অক্টোবর) অভিযুক্ত আল-আমিন গাজীকে কাতার থেকে ফেরত পাঠানো হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Back to top button