সারাদেশ

সাগরে লঘুচাপ রূপ নেবে ঘূর্ণিঝড়ে, প্রবল বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক- ভারতের আবহাওয়া অফিস আভাস দিয়েছে, আন্দামান সাগরের কাছে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে সোমবারের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতীয় উপকূলে আগামী দুই দিনের মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে।

তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আঘাত করবে কি না, এখনই নিশ্চিত নন দেশের আবহাওয়াবিদেরা।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ওই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘সিত্রাং’। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবনসংলগ্ন দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে ভারতের উপকূলীয় এলাকাগুলোয় ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকার।

বাংলাদেশের আবহাওয়া অফিস সূত্র বলছে, ২৫-২৬ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশ ও ভারতীয় উপকূলের কাছাকাছি চলে আসতে পারে।

তবে ঘূর্ণিঝড়টি আঘাত হানুক বা না হানুক, এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি হতে পারে বলে দেশের আবহাওয়াবিদেরা আভাস দিচ্ছেন।

Back to top button