আন্তর্জাতিক

ইমরান খানের পক্ষে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচবছরের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। শুক্রবার তোসখানা ইস্যু নিয়ে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের পর তার দল পিটিআইয়ের হাজার সমর্থক রাস্তায় বিক্ষোভ শুরু করেন। খবর দ্য ডনের।

এরমধ্যে ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, এটি নিয়ে উচ্চ আদালতে যাবেন তারা।

ইসলামাবাদে ফয়সজবাদ ইন্টারচ্যাঞ্জে কয়েক হাজার মানুষ জড়ো হন। সেখানে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। ইসলামাবাদের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমরানের সমর্থকরা। তাদের ঠেকাতেই পুলিশ হস্তক্ষেপ করে। ইমরানের সমর্থকরা প্রধান সড়ক আটকে দেয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে প্রধান ট্রাফিক বন্ধ হয়ে যায়।

করাচি
করাচিতে শরিয়া ফয়সালে পিটিআইয়ের পার্টি অফিসের সামনে জড়ো হন সমর্থকরা। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সেখানে পুলিশের একটি কনটিনজেন্ট যায়।

বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

পেশওয়ার
পেশওয়ারে ইমরান খানের সমর্থকরা গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আটকে দেয়। ইসলামাবাদের সঙ্গে যুক্ত হওয়া মূল সড়কটিও বন্ধ করে দেয় তারা।

খাইবার পাখতুনখার মন্ত্রী তৈমুর খান ঝাগরার নেতৃত্বে বিক্ষোভ করতে দেখা যায় সাধারণ মানুষকে।

অন্যান্য শহর
পিটিআইয়ের সমর্থকরা লাহোরে সড়কগুলোও আটকে দেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। আরেকটি ভিডিওতে দেখা যায় মারদানে বিপুল পরিমাণ মানুষ জড়ো হয়েছেন।

এদিকে বিক্ষোভ ছড়িয়ে পরার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বিক্ষোভকারীদের হুশিয়ারি দিয়েছেন। তিনি পাঞ্জাব ও খাইবার পাখতুনখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সাধারণ মানুষের সমস্যা দূর করুন এবং চোরের ২০-৩০ জন সমর্থকদে সরিয়ে দিন।

তিনি আরও বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং তাদের বলেছেন মাত্র ৫০ জন বিক্ষোভ করছে।

তবে পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পরেছে।

সূত্র: দ্য ডন অনলাইন

Back to top button