কীন ব্রীজের সংস্কার এবং নতুন ব্রীজ নির্মাণের দাবী জানালেন পররাষ্ট্রমন্ত্রী
টাইমস ডেস্কঃ পরাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি কীন ব্রীজের সংস্কার এবং নতুন আরো একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন। বুধবার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র কাছে পাঠানো এক ডিও লেটারে এ দাবী জানান।
ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দৰ্য্যমন্ডিত সিলেটে যে কয়েকটি নিদর্শন চোখে পড়ে তার মধ্যে অন্যতম হলাে ১৯৩৬ সালে নির্মিত ঐতিহ্যবাহী কীন ব্রীজ’। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের মধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্মিত ব্রীজটি দিয়ে সিলেট শহরে ন্যুনতম সময়ে প্রবেশ করা যায় বিধায় এটি সিলেটের ‘প্রবেশদ্বার হিসেবে পরিচিত।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কীন ব্রীজটিতে দীর্ঘ সময় ধরে বড় ধরনের কোন সংস্কার কাজ না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযােগী হয়ে পড়েছে। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে উক্ত ব্রীজ দিয়ে শুধুমাত্র সিএনজিসহ হালকা যানবাহন এবং পথচারী চলাচল করে। ব্রীজটি সিলেট জেলা তথা দেশের উল্লেখযােগ্য ঐতিহ্যবাহী স্থাপনা বিধায় এটিকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা প্রয়ােজন।
এছাড়া ব্রীজটি সিলেটে প্রবেশের সংক্ষিপ্ত পথ হওয়ায় উজানে বিদ্যমান ব্রীজ সংলগ্ন আরেকটি নতুন ব্রীজ নির্মাণ করা হলে সিলেটবাসী এবং দেশী-বিদেশী পর্যটকরা স্বল্পতম সময়ে সিলেট শহরে যাতায়াত করতে পারবে।
এই অবস্থায়, সিলেট জেলার প্রবেশদ্বার সুরমা নদীর উপর নির্মিত ঐতিহ্যবাহী কীন ব্রীজটি বাংলাদেশ রেলওয়ে হতে সড়ক ও জনপথ অধিদপ্তরে হস্তান্তরের মাধ্যমে সংস্কার এবং যানবাহন চলাচলের জন্য উজানে বিদ্যমান ব্রীজ সংলগ্ন আরেকটি নতুন ব্রীজ নির্মাণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরােধ করছি।