মৌলভীবাজার

কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত, লাখ টাকা জরিমানা

টাইমস ডেস্কঃ কুলাউড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর শহরে অবস্থিত দুইটি বিস্কুট তৈরির কারখানা ও একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

তিনি জানান, পৌর এলাকায় অবস্থিত রিমা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য তৈরি করে বাজারজাত করায় ৪০ হাজার টাকা জরিমানা ও সান ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের ভুয়া লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ২৫ হাজার টাকা এবং একই কারণে উছলাপাড়ায় অবস্থিত মডার্ণ বেকারি অ্যান্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানকালে তার সাথে ছিলেন বিএসটিআই সিলেট বিভাগের পরিদর্শক মো. ইয়াসির আরাফাতসহ থানা পুলিশের একটি দল।

Back to top button