বাংলাদেশ থেকে ১৫০ জন নার্স নেবে কুয়েত
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১৫০ জন নারী ও পুরুষ নার্স নেবে কুয়েত সরকার। বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতের অ্যাডভান্সড টেকনোলজি কোম্পানির ব্যবস্থাপনায় দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে তাঁদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদের নামঃ বিএসসি নার্স (পুরুষ)
পদ সংখ্যাঃ ৫
অভিজ্ঞতাঃ ২ বছর ৬ মাস
পদের নামঃ ডিপ্লোমা নার্স (নারী)
পদ সংখ্যাঃ ১৪৫
অভিজ্ঞতাঃ ২ বছর ৬ মাস
শর্তাবলি
(১) প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনা নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
(২) যেকোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
(৩) যাদের ডিপ্লোমা/বিএসসি সনদের ইস্যু/পাবলিশের সাল ২০২১ তাদের আবেদন করার প্রয়োজন নাই।
(৪) বয়স সর্বোচ্চ ৩৯ (উনচল্লিশ) বছর হতে হবে।
(৫) অবশ্যই ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে।
(৬) চাকরিতে যোগদানের পর শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস।
(৭) দৈনিক ০৮ (আট) ঘণ্টা হিসাবে সপ্তাহে ৬ (ছয়) দিন ডিউটি এবং বাৎসরিক ছুটি ৩০ (ত্রিশ) দিন।
(৮) নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
(৯) সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুটি প্রাপ্তির যোগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে
লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।
(১০) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ডেটা-চেক নিশ্চিত করতে হবে।
(১১) প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
(১২) চাকরিতে যাগদানের বিমান ভাড়া এবং তিন (০৩) বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
(১৩) কুয়েতের শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্তাবলি প্রযোজ্য হবে। অন্যান্য তথ্যাবলি নির্বাচিত প্রার্থীদের বায়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।
আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপট এবং অন্যান্য তথ্যাদি (https://forms.gle/Q5pKqYwCF6wjdqU97) এই লিংকের মাধ্যমে পূরণ করে আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।