আন্তর্জাতিক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

নিউজ ডেস্ক- ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথে তীর্থযাত্রীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ওই হেলিকপ্টারের এক পাইলটসহ ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা পুলিশের।
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে পুণ্যার্থীদের নিয়ে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। তবে কেদারনাথে পর্যন্ত পৌঁছতে পারেনি সেটি। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, পুণ্যার্থীদের নিয়ে একটি দুর্গম খাদে গিয়ে পড়ে হেলিকপ্টারটি। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন উদ্ধারকারীরা।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই হেলিকপ্টারে মোট সাত জন ছিলেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। কোন রাজ্য থেকে তারা কেদারনাথের তীর্থযাত্রায় এসেছিলেন, সেই তথ্যও নিশ্চিত করেনি পুলিশ।

পুলিশের ধারনা, খারাপ আবহাওয়ার কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে।

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই ঘটনায় তার শোক জানিয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা উত্তরাখণ্ড সরকারের সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলছি। ঘটনাটির উপরেও নজর রাখছি।

কেদারনাথে এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। যোগাযোগ ব্যবস্থার কারণে এ অঞ্চলে প্রায় দুর্ঘটনা ঘটে।

সূত্র: এনডিটিভি

Back to top button