খেলাধুলা

বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহ হবে লিটন অথবা সাকিব, উইকেটে এবাদত: আকাশ চোপড়া

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে হতাশ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চরম ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। নানা পরীক্ষা-নিরীক্ষা হলেও সেই ফলাফল পাওয়া যাচ্ছে না টাইগারদের কাছ থেকে।

যার জন্য শূন্যস্থান শূন্যই থেকে যাচ্ছে। যে কারণে টাইগারদের বিশ্বকাপের দল নিয়ে হতাশ প্রকাশ করেছেন আকাশ চোপড়া। সম্প্রতি বিশ্বকাপের বাংলাদেশ দলকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন আকাশ চোপড়া।

সেই ভিডিওতে বাংলাদেশের দলের পারফরম্যান্স নিয়ে হতাশ হয়েছেন তিনি। তবে বাংলাদেশ দলের দুই তিনজন ক্রিকেটারকে নিয়ে অনেক আশাবাদী তিনি। তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস এবং এবাদত হোসেন।

এদিকে আকাশ চোপড়া জানিয়েছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন লিটন দাস অথবা সাকিব আল হাসান। সেই সাথে তিনি আশা প্রকাশ করেছেন যদি প্রতিটি ম্যাচে ইবাদত হোসেনকে সুযোগ দেয়া হয় তাহলে বাংলাদেশ দলের মধ্যে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহক হবেন তিনি।

Back to top button