বাংলা সিনেমায় সাবেক মন্ত্রী শাজাহান খান!

এবার বাংলা সিনেমায় নাম লেখালেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান। এই সাবেক মন্ত্রীর গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। ছবিটি নির্মাণ করছেন খ ম খুরশেদ। অভিনয় করবেন নিরব-সুনেরাহ। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপন্যাস ‘গাঙচিল ভালোবাসা’ অবলম্বনে নির্মিত হয়েছে ফেরদৌস-পূর্ণিমাকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘গাঙচিল’।
এবার ওবায়দুল কাদেরের পথ ধরে বাংলা সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন আওয়ামী লীগের এই নেতা। ছবিটির শুটিং ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এদিন শাজাহান খান নিজে উপস্থিত থেকে ছবিটি সম্পর্কে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। ছবিটি ঘিরে গল্পকার জানাতে পারেন আরও কিছু চমকপ্রদ খবর। এসব বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেন নায়ক নিরব।
এ বিষয়ে নিরব বলেন, আসছে ২০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সিনেমাটির প্রথম লটের শুটিং হবে। এরপর পহেলা নভেম্বর থেকে একটানা ১০ তারিখ পর্যন্ত কাজ হবে। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং হবে। বর্তমানে চলছে প্রস্তুতি পর্ব।
নিরব আরও বলেন, মুক্তিযুদ্ধ মানেই অনেক বড় কিছু। কাজেই মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি অন্য সবার মতো আমারও দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি ভালো হবে। দেড় দশকের ক্যারিয়ারে নায়ক নিরব জুটি বেঁধেছেন অনেকের সঙ্গেই। এবার তার সাথে নতুন জুটি বাঁধবেন ‘ন ডরাই’-খ্যাত সুনেরাহ বিনতে কামাল। যিনি ‘ন ডরাই’ এর জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
এদিকে সাবেক মন্ত্রী শাজাহান খানের গল্পে নির্মিতব্য এই সিনেমার প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এতে রাজাকার চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ আওয়ামী লীগের আরেক বর্ষীয়ান নেতা ও কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। এদিকে ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।